Search
Close this search box.
Search
Close this search box.

South-koreaমার্কিন বিশেষজ্ঞরা শনিবার জানিয়েছেন, স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক বিভিন্ন ছবিতে উত্তর কোরিয়ার নতুন করে পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নেয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

তবে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে এর বিপরীত খবর প্রকাশ পায়।

chardike-ad

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইউএস-কোরিয়া ইনস্টিটিউট তাদের এক ওয়েবসাইটে বলেছে, গত ২৭ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন ছবি বিশ্লেষণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি হিসেবে টানেল খোঁড়ার কোনো আভাস পাওয়া যায়নি। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গি-রি থেকে এসব ছবি ধারণ করা হয়।

উল্লেখ্য, উত্তর কোরিয়া ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে পুঙ্গি-রি উৎক্ষেপণ স্থল থেকে এসব পরীক্ষা চালানো হয়। তবে দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ বার্তা সংস্থা সরকারের অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি বলেছে, ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া টানেল খননের কাজ করছে।