দক্ষিণ কোরিয়াতে আয়োজিত রিজিওনাল ৫-এ-সাইড ইউনিফায়েড ফ্লোর হকি প্রতিযোগিতা মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে রোববার কোচ কর্মকর্তাসহ ১৩ সদস্যের বাংলাদেশ ইউনিফায়েড ফ্লোর হকি দল ঢাকা ছাড়বে।
বাংলাদেশ ইউনিফায়েড ফ্লোর হকি দলটি চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বিমানে কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। আগামী ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে দলটি ৯ নভেম্বর একই এয়ারলাইনসের বিমানে ঢাকা প্রত্যাবর্তন করবে।
বাংলাদেশ ইউনিফায়েড ফ্লোর হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মো. জাহিদ হোসেন রাজু এবং সহকারী কোচ সোহেল রানা।
বাংলাদেশ ইউনিফায়েড ফ্লোর হকি দল : মোহাম্মদ হাফিজুর রহমান (অধিনায়ক), লাভেল জাভিয়াদ, বিপ্লব কুজুর, রাজু আহমেদ, আশিকুল ইসলাম রাসেল, শফিউল আলম, স্বপন, তানজিম আহমেদ, রুবেল হোসেন, সোহানুর রহমান, মোহাম্মদ সুজন আহমেদ।