Search
Close this search box.
Search
Close this search box.

clothচীনা আদালত মনে করে, তারাই সবথেকে বেশি ধর্ষণের শিকার হন যারা ধূমপান ও মদ্যপান করেন বা খোলামেলা পোশাক পরেন। গত তিন বছরের ১৫১টি ধর্ষণ মামলায় ১৬২ জন আসামীর বয়ান পর্যালোচনা করে বেজিংয়ের হাইদিয়ান জেলার একটি আদালত এই মন্তব্য করেছে। চিনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার তরফে এই খবর প্রকাশ করা হয়েছে।

এতে ধর্ষকদের দোষী সাব্যস্ত না করে ধর্ষিতা নারীদের আচরণের সমালোচনা করা হয়েছে। এখানে না থেমে ওই আদালত নিজের রায়ে ধর্ষকদের ‘সেই সব তরুণ’ বলে আখ্যায়িত করা হয়েছে ‘যারা যৌন চাহিদা নিয়ে সন্তুষ্ট নয়’। রায়ে বলা হয়েছে, “ধর্ষিতাদের বেশিরভাগেরই ধূমপান এবং মদ্যপানের মতো খারাপ অভ্যাস রয়েছে। মদ্যপানের পর মহিলারা সহজেই ধর্ষকদের মূল টার্গেট হয়ে যান। সেইসঙ্গে আদালত বলেছে, যারা ধর্ষণের শিকার হন, তাদের অনেকেই খোলামেলা যৌন আবেদনময়ী ভঙ্গি করেন। এই রায়ের প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

chardike-ad