Search
Close this search box.
Search
Close this search box.

murderগোপালগঞ্জে নুরুল আমীন মোল্যা (৪০) নামের এক ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী ইরাজী বেগমকে (৩০) কুপিয়ে গুরুতর আহত করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহর সংলগ্ন হেমাঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমীন মোল্যা ওই এলাকার হাজী নাদের আলীর ছেলে।

নিহতের স্ত্রী জানান, রাতের খাবার খাওয়ার সময় চারজন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে ঢুকে নুরুল আমীন মোল্যাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এ সময় ইরাজী বেগম ঠেকাতে গেলে তাকেও দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে।

chardike-ad

পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক নুরুল আমীন মোল্যাকে মৃত ঘোষণা করেন।

ইরাজী বেগমকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোপোলগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা হত্যাকান্ডের খবর নিশ্চিত করেছেন। তবে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।