ভূমিকম্পের সময় সরে যেতে সমস্যা হতে পারে- এমন আশঙ্কায় মধ্য ইতালির একটি স্কুলে হাইহিল নিষিদ্ধ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিবিসির খবরে বলা হয়, মাধ্যমিক স্কুলটির ছাত্র এবং স্টাফদের ৪ সেন্টিমিটারের (১.৬ ইঞ্চি) বেশি উঁচু হিল পরতে নিষেধ করা হয়েছে।
ওই এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়। ২০০৯ সালের এক ভূমিকম্পে ৩০৯ জন মারা গিয়েছিলেন। আর ভূমিকম্পে কারা কেমন আহত হয়, তার সাথে বিভিন্ন ধরনের হিল পরা ছাত্রীদের পরিসংখ্যান নেয়া হয়।
স্কুলের প্রধানশিক্ষিকা বলেন, কোনো বিশুদ্ধ চিন্তাধারা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়নি। বরং শিক্ষার্থীরা যাতে ভূমিকম্পের আশঙ্কার মধ্যে সাবলীল থাকতে পারে, সে চিন্তা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্কুলের অনেকে মনে করছে, এ ধরনের সিদ্ধান্ত অপ্রয়োজনীয়। শিক্ষকদের আরো গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশন করা উচিত ছিল।