women-boat-competetionনড়াইলের কাজলা নদীতে নারীদের নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলার হাতিয়ারা গ্রামের নারীদের আয়োজনে ব্যতিক্রমধর্মী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় চারটি নৌকা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে ওই গ্রামের শিখা মুখার্জীর নৌকা, দ্বিতীয় হয়েছে শ্যামলী পোদ্দারের নৌকা এবং তৃতীয় হয়েছে পুতুল মজুমদারের নৌকা।

chardike-ad

বিজয়ীদের মাঝে যথাক্রমে চার হাজার, আড়াই হাজার ও দেড় হাজার টাকা পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: রায়হান কাওছার, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দর্শক আকর্ষণীয় এই প্রতিযোগিতা উপভোগ করেন।