amlaদক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলার সাক্ষাৎকার নিতে এসেছিলেন এক নারী সাংবাদিক। কিন্তু হাশিম আমলার কাছে তার পোশাক ছিল আটসাট, অশালীন আর আপত্তিকর। সে কারণে আমলা সাফ জানিয়ে দিলেন, “শালীন পোশাকে না এলে সাক্ষাৎকার দেব না।”

সম্প্রতি শেষ হওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শেষে তার সাক্ষাৎকার নিতে এসেছিলেন ওই নারী সাংবাদিক। কিন্তু তার পোশাক আমলার কাছে পছন্দ না হওয়ায় কোনো রাখঢাক না করে সরাসরিই এমন কথা জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তী ক্রিকেটার।

chardike-ad

বর্তমান পৃথিবীর সেরা এ ব্যাটসম্যান সবসময় তার ধর্মীয় বিধিবিধান অনুসরণ করে চলেন। সাধারণত তিনি হিজাববিহীন নারীদের সঙ্গে দেখাও করেন না। এমনকি রমজানে রোজা রেখেই তিনি খেলেন এবং পাঁচওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের চেষ্টা করেন।

সাক্ষাৎকার নিতে আসা ওই নারী সাংবাদিক এমন শর্তে অবাক হলেও তার কথা ফেলেননি। কিছুক্ষণ পর লম্বা পোশাক ও হিজাব পরে এসে সাক্ষাৎকার নেন।