pakistan-cricketভারতকে পেছনে ফেলে টেস্ট, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটেই পাকিস্তান এশিয়ার সেরা দলের স্বীকৃতি পেয়েছে। নানা কারণে নিজ দেশে ক্রিকেট হতে না পারলেও ভারত ও শ্রীলঙ্কার মতো দলকে তারা পেছনে ফেলে দিয়েছে।

পাকিস্তান এখন পর্যন্ত ৩৯৪টি টেস্ট ম্যাচ খেলে ১২৫টিতে জয়ী হয়েছে। তাদের জয়ের হার ৩১.৭ ভাগ। ভারত ৪৯১টি টেস্টের মধ্যে জয় পেয়েছে ১২৪টিতে, সাফল্যের হার ২৫.২ ভাগ।

chardike-ad

ভারতের চেয়ে টেস্টে শ্রীলঙ্কার সাফল্যের হার বেশি। তারা ২৪৩টি টেস্টের মধ্যে জয় পেয়েছে ৭৫টিতে, সাফল্যের হার ৩০.৪।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সাফল্যের হার ৫২.৯ ভাগ। তারা ৮৫১টির মধ্যে তারা ৪৫১টিতে জয় পেয়েছে। ভারতের সাফল্যের হার ৫০.০ (৮৯১টির মধ্যে জয় ৪৫০টি)। শ্রীলঙ্কার ৪৭.২ ভাগ (৭৫৭টির মধ্যে ৩৫৮টিতে জয়ী)।

টি২০ ক্রিকেটে পাকিস্তান ৯২টির মধ্যে জয় পেয়েছে ৫৬টি (সাফল্যের হার ৬০.৮)। ভারত ৫৭টির মধ্যে জিতেছে ৩১টিতে, সাফল্যের হার ৫৪.৩। শ্রীলঙ্কা ৬৯টির মধ্যে ৪২টিতে জয় পেয়েছে (সাফল্যের হার ৬০.৮ ভাগ)।