পাকিস্তানের টি২০ অধিনায়ক শহিদ আফ্রিদি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তার ‘শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ৫০ লাখ রুপি দান করেছেন। তিনি ভূমিকম্পে আহতদের দেখতে হাসপাতালেও যান।
সোমবারের ওই ভূমিকম্পেতিন শতাধিক লোক নিহত হয়েছে।
অলরাউন্ডার আফ্রিদি লেডি রিডিং হাসপাতাল পরিদর্শন করেন, আহতদের স্বাস্থ্যের খবর নেন।
পাকিস্তান ক্রিকেট দলের অন্য সদস্যরাও এই বিপর্যয়ে দুঃখপ্রকাশ করেছেন।
পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক জানিয়েছেন, সোমবার
ভূমিকম্পের খবর শুনে তারা আর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দ্বিতীয় টেস্টে জয় উদযাপন করেনি।