দেশের প্রেসিডেন্টের বোটে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে শনিবার গ্রেফতার করা হল মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টকে। ভাইস প্রেসিডেন্ট আহমেদ আধিব আব্দুল গফ্ফরকে গ্রেফতার করা হয়েছে। এদিন সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমানে তাকে নিয়ে আসা হয় নাসির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেইসময় তার বহু সমর্থক বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাকে স্বাগত জানাতে। কিন্তু, সেখান থেকেই তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
বিস্ফোরণের ঘটনাতে জড়িতর সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মালে পুলিশ। এদিন বিমানবন্দরে সরকারের তরফে কাউকে যায়নি। কোনো সরকারি স্পিডবোটও ছিল না তাকে মালে নিয়ে আসার জন্য। শুক্রবার রাতেই পুলিশ ভাইস প্রেসিডেন্টকে গ্রেফতার করার পরিকল্পনার কথা জানায়। শনিবার সকাল থেকেই মালের রাস্তায় রাস্তায় মোতায়েন লরা হয় পুলিশ। ঘিরে রাখা হয় প্রেসিডেন্ট ভবন।
গত বছরের ২৮ সেপ্টেম্বর এয়ারপোর্ট থেকে মালের দিকে আসছিলেন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আব্দুল গাইয়ুম ও তার স্ত্রী ফতিমাত ইব্রাহিম। সেইসময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় বেঁচে যান প্রেসিডেন্ট। তবে গুরুতর আহত হন তার স্ত্রী। এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন।