সিঙ্গাপুরের বিভিন্ন এলাকায় দূর্গাপূজা সম্পন্ন হয়েছে। তামিল, হিন্দি, বাংলা ভাষাভাষীদের আলাদা আয়োজনের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ছিল পূজা উদযাপনের ব্যবস্থা।
সার্বজনীন শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয় সিঙ্গাপুরের ৬/এ, বিটি রোড, পূজা বাড়িতে। নবমীতে বৃহস্পতিবার রাতের সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা। প্রায় দুই ঘণ্টা দর্শকদের মাতিয়ে রাখেন কিংবদন্তিতুল্য এই শিল্পী।
গত কয়েক দিন ধরে রাতের সংগীতাননুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি চ্যানেল আই শিল্পী বৃষ্টি সংগীত পরিবেশন করেন।
পূজা এবং অনুষ্ঠানের আয়োজক ছিল ইউনিভার্সাল সোসাইটি সিংগাপুর।
প্রসঙ্গত, অনুষ্ঠানে অংশ নিতে রুনা লায়লা গত ২০ অক্টোবর সিঙ্গাপুরে আসেন। আজ অথবা আগামীকাল তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।