Search
Close this search box.
Search
Close this search box.

riazমেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং স্পটে স্ট্রোক করেছেন চিত্রনায়ক রিয়াজ। আনুমানিক রাত ৮টা ১০ মিনিটে উত্তরায় শুটিং চলাকালীন স্ট্রোক করেন তিনি। চিত্রনায়িকা মাহিয়া মাহি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

মাহি বলেন, ‘শুটিং চলাকালীন হঠাৎ করে রিয়াজ ভাই স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাকে অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়। শুটিং বন্ধ আছে। ’

chardike-ad

শেষ খবর পাওয়া অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন আছেন চিত্রনায়ক রিয়াজ।

উল্লেখ্য, দেশের তুমুল জনপ্রিয় এ নায়ক ইচ্ছকৃতভাবেই দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে ছিলেন। সম্প্রতি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটিতে মাহির বিপরীতে অভিনয়ের মাধ্যমে ফের ছন্দে ফেরেন রিয়াজ। (বাংলামেইল)