Search
Close this search box.
Search
Close this search box.

sweden-rape-hospitalধর্ষিত পুরুষদের জন্য বিশ্বের প্রথম হাসপাতাল চালু হয়েছে সুইডেনের স্টকহোমে। ওই হাসপাতালের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার।

পুলিশের বরাত দিয়ে রোববার মেইল অনলাইন জানিয়েছে, গত ১ বছরে পুরুষদের ধর্ষিত হওয়ার ঘটনা বেড়েছে সুইডেনসহ গোটা ইউরোপেই। সুইডেনে ২০১৪ সালে ৩৭০ জন পুরুষ যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।

chardike-ad

এদিকে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশের রিপোর্ট বলছে, গত এক বছরে ম্যাঞ্চেস্টারে এই ধরনের ঘটনার সংখ্যা দ্বিগুণ বেড়েছে। ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাঞ্চেস্টারে ৮৪ জন পুরুষ ধর্ষিত হয়েছেন, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৯৩ জন। তার আগের বছরের রিপোর্টে; যা যথাক্রমে ছিল ৩৫ ও ৬৯ জন।

ধর্ষিতা, শারীরিক নির্যাতনের শিকার হওয়া নারীদের জন্য বিশেষ হাসপাতাল, পুনর্বাসন কেন্দ্র রয়েছে অনেক দেশেই। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মহিলার পুনর্বাসনের দায়িত্ব অনেক সময়ই কাঁধে তুলে নেয় কোনও স্বেচ্ছাসেবী সংস্থা।

কিন্তু, শারীরিক নির্যাতনের শিকার কি শুধু নারীরাই হন? বহুক্ষেত্রে পুরুষদেরও যেতে হয় ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে।

পুলিশি রিপোর্ট বলছে, ইউরোপে ওই ধরনের ঘটনার সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। তারই প্রেক্ষিতে, ধর্ষিত পুরুষদের জন্য এই প্রথম কোনও দেশে চালু হল কোনও হাসপাতাল।