yahooই-মেইল করার অভ্যাস বদলে ফেলার সময় হয়ে গেছে। এবার পাসওয়ার্ড ছাড়াই মেইলের ইনবক্সে লগ ইন করার সুবিধা নিয়ে আসছে ইয়াহু। বৃহস্পতিবার সংস্থাটি এ কথা ঘোষণা করেছে। সংবাদসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইয়াহু মেইল অ্যাপে এই সুবিধা পাওয়া যাবে। সংস্থার দাবি, বদলে যাওয়া সময়ের সাথে ইউজারদের চরিত্রও পালটাচ্ছে। পাসওয়ার্ড দিয়ে ইনবক্সে লগ ইন করার ট্র্যাডিশনাল অভ্যাস পালটে ফেলার সময় এসে গেছে।

chardike-ad

পাসওয়ার্ডের বদলে আপনার স্মার্টফোনে একটি এসএমএস ঢুকবে। ওই লিঙ্ক থেকেই সরাসরি ইনবক্সে ঢুকতে পারবেন।