China-Cityচীনের চিয়াংসি এবং ফোসান শহরের হাজারো মানুষ দাবি করছেন, আকাশে ভাসমান শহর দেখেছে তারা। মেঘের মধ্যে ভাসমান ভবন দেখে স্তব্ধ হয়েছিল ওই দুই শহরের বাসিন্দা।

ডেইলি মেইলের গত শুক্রবারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পৃথিবীর সমান্তরাল আরেকটি মহাবিশ্ব দেখেছে বলে দাবি করছেন চীনের চিয়াংসি এবং ফোসানের নাগরিকরা।

chardike-ad

যদিও বিশেষজ্ঞরা একে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় হিসেবে বিবেচনা করছেন। তারা বলছেন, এটি ফাতা মর্গানা হিসেবে পরিচিত এক ধরনের দৃষ্টিভ্রম।