বিমান-অন্তর্ধান রহস্য নিয়ে ফের শুরু জল্পনা!
ফিলিপিন্সের একটি নির্জন দ্বীপে মিলেছে একটি বিমানের ধ্বংসাবশেষ। সেটি মালয়েশীয় বিমান এমএইচ-৩৭০-র অংশ হতেও পারে বলে মনে করা হচ্ছে। সিতি কায়ম নামে এক মহিলা তার বন্ধুদের সঙ্গে সুগবাই নামে ওই দ্বীপে পাখি শিকার করতে গিয়ে ধ্বংসাবশেষ দেখতে পান। সেখানে মালয়েশিয়ার পতাকা এবং মানুষের কঙ্কালও দেখেছেন বলে সিতির দাবি।
বোর্নিও-র পুলিশ কমিশনার জালালউদ্দিন আবদুল রহমান জানান, সিতির পরিবারের তরফে এই খবর পুলিশকে জানানো হয়েছে। তাতে ৭০ ইঞ্চি লম্বা এবং ৩৫ ইঞ্চি চওড়া একটি মালয়েশীয় পতাকার উল্লেখ রয়েছে। গত বছর মার্চে ২৩৯ জন যাত্রীকে নিয়ে উধাও হয়ে যায় মালয়েশীয় বিমান এমএইচ ৩৭০। সম্প্রতি ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে মেলা বিমানের ধ্বংসাবশেষকে এমএইচ ৩৭০-এর বলে শনাক্ত করা হয়।
এখন প্রশ্ন, ফিলিপিন্সের দ্বীপের ধ্বংসাবশেষ এমএইচ ৩৭০-র হলে রিইউনিয়ন দ্বীপের ধ্বংসাবশেষের ইতিহাস কী? আর যদি দু’টি ধ্বংসাবশেষ একই বিমানের হয়, তবে প্রশ্ন উঠবে, একই বিমানের দু’টি অংশ দু‘টি সুদূর দু’টি দ্বীপে (রিইউনিয়ন দ্বীপ থেকে ফিলিপিন্সের দূরত্ব আট হাজার কিলোমিটারেরও বেশি) কী ভাবে গিয়ে পড়ল?