কয়েকদিন আগেই সৌদি আরবের এক নারী তার স্বামীর কুকীর্তি গোপন ক্যামেরায় ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে ছেড়ে দেন। বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয় গৃহকর্মীকে জোরপূর্বক চুম্বনের সেই ভিডিও।
প্রত্যাশা অনুযায়ী স্বামীর বিচার হওয়ার কথা থাকলেও সেখানে দেখা গেছে উল্টো চিত্র। দেশটির আইন অনুযায়ী ওই নারীর জেল ও জরিমানা হবে বলে জানা গেছে।
তবে এবার সৌদি আরবের ইসলামিক বিশেষজ্ঞ শেখ আব্দুল্লাহ আল মানে জানিয়েছেন, কোনো নারী যদি তার স্বামীকে সন্দেহ অথবা অবিশ্বাস করেন তাহলে তিনি তার স্বামীর মোবাইল ফোন তল্লাশি করতে পারবেন। কিন্তু এর ফলে স্বামী-স্ত্রীর সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেছেন।
দেশটির সাতজন বিশিষ্ট ইসলামিক বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত কমিটির এই সদস্য বলেন, এটা ঠিক আছে, কোনো নারী যদি মনে করেন তার স্বামীকে বিশ্বাস করা যাচ্ছে না, মোবাইল ফোন ব্যবহারে স্বামীর আচরণ সন্দেহজনক তাহলে তিনি (স্ত্রী) তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য স্বামীর মোবাইল ফোন তল্লাশি করতে পারবেন।