Search
Close this search box.
Search
Close this search box.

konioরংপুরের কাউনিয়া উপজেলায় আলুটারি এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশি মুসলমান হয়েছিলেন বলে জানা গেছে। রংপুর নগরীর মুন্সীপাড়ার যে বাসায় তিনি থাকতেন সে বাসা সংলগ্ন মসজিদের ইমামের কাছে তিনি মুসলমান হয়েছিলেন।

জানা গেছে, গত ২৭ রমজান রংপুর মহানগরীর মুন্সীপাড়ার কাদেরিয়া জামে মসজিদে ইমাম সিদ্দিক হোসেনের হাতে তিনি মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার পর তার নাম রাখা হয় গোলাম কিবরিয়া।

chardike-ad

ঘটনার সময় কামরুল ইসলাম ও মো. জাকারিয়াসহ স্থানীয় বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। কুনিও হোশি মুসলমান হওয়ার বিষয়টি তারাই সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তারা জানান, তিনি (হোশি) বেশ কয়েকবার আমাদের সঙ্গে নামাজ পড়েছেন। এছাড়া তিনি ঈদের নামাজও আদায় করেছেন।

ওই মসজিদের বর্তমান ভারপ্রাপ্ত ইমাম তাজুল ইসলাম জানান, কিছুদিন আগে তিনি (হোশি) আমার পিছনে নামাজ আদায় করেছিলেন।

গত শনিবার রংপুরের কাউনিয়া উপজেলায় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়। এছাড়া পুলিশের হেড কোয়ার্টার থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।