Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ সিউলের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট হাউজের বর্জ্য নিষ্কাশন স্থানে ১০ কোটি কোরিয়ান উওন সমমূল্যের ইস্যু করা চেক পাওয়া গেছে । সিউল পুলিশ আজ সকালে এ তথ্য জানিয়েছে।

tower-palace-seoul (Custom)

chardike-ad

খবরে প্রকাশ, দক্ষিণ সিউলের দোগোক দোংয়ে অবস্থিত টাওয়ার প্যালেস নামের ওই অ্যাপার্টমেন্ট ভবনপুঞ্জের জনৈক নিরাপত্তা রক্ষী সংলগ্ন আবর্জনার স্তুপে একটি পরিষ্কার খাম দেখতে পেয়ে কৌতূহলী হয়ে সেটা হাতে নেন। খামটি খুলে তিনি ভিতরে দশ লাখ উওনের ১০০টি চেক পান। দশটি ভিন্ন ভিন্ন ব্যাংক থেকে এসব চেক ইস্যু করা হয়েছিল।

তবে চেকগুলো কার নামে ইস্যু করা তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। পুলিশ জানিয়েছে আগামীকাল সোমবার ব্যাংক খুললে চেকগুলো কার তা অনুসন্ধান করে দেখা হবে।