Search
Close this search box.
Search
Close this search box.

bcbদুই টেস্ট খেলতে বাংলাদেশে সফর বাতিল করার সঙ্গে সঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(বিসিবি) জানানো হয়েছে, চাইলে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা যেতে পারে সিরিজটি। তবে এই প্রস্তাবকে সরাসরি ‘না’ করে দিয়েছে বিসিবি।

বুধবারই সিরিজ বাতিল করার ঘোষণার সঙ্গে সঙ্গে দুঃখপ্রকাশ করে বিবৃতি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানেই প্রস্তাব দেওয়া হয় নিরপেক্ষ ভেন্যুর ব্যাপারে। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

chardike-ad

এর আগে বাংলাদেশে আসার ঠিক একদিন আগেই সফর বাতিল করে অস্ট্রেলিয়া দল। তারা জানায়, এই মুহুর্তে বাংলাদেশে অস্ট্রেলিয়ানদের উপর জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে। অস্ট্রেলিয়া থেকেও আসে নিরাপত্তা পর্যবেক্ষক দল। কিন্তু তাতেও মেলেনি সুখবর। অস্ট্রেলিয়া ফেরত গিয়ে আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া দল।

সূত্র: কালের কণ্ঠ