চট্টগ্রামের চন্দনাইশে পাঁচটি জীবিত মুরগির পায়ুপথ থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় রাখা এসব ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- খুরশিদা খাতুন এবং হাজেরা খাতুন।
চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) দীমান মজুমদার বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ।
এই সময় দুই নারীর কাছে থাকা পাঁচটি মুরগি দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরে মুরগিগুলোর পায়ুপথ তল্লাশি করে এক হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে এসআই জানান।