Search
Close this search box.
Search
Close this search box.

oregon_college_studentsযুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের একটি কলেজে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

পুলিশ জানিয়েছে, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হামলাকারী ব্যক্তিও নিহত হয়েছেন। তবে, নিহত এই ১০ জনের মধ্যেই সেই হামলাকারী রয়েছে কি-না তা এখনো নিশ্চিত নয়।

chardike-ad

যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের আম্পকুয়া কমিউনিটি কলেজে স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ এই হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৩ জন বলা হলেও, ডগলাসের কাউন্টি শেরিফ পরবর্তীতে জানান, এখনো পর্যন্ত ১০ সংখ্যাটিই যথার্থ হবে।

যেখানে হতাহতের এই ঘটনাটি ঘটেছে সেটি ওরিগনের একটি গ্রাম্য এলাকা এবং পোর্টল্যান্ড শহর থেকে আরো ২৮০ কিলোমিটার দক্ষিণে।

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী, যে তার শিক্ষকের মাথায় ওই আততায়ীকে গুলি করতে দেখেছে, স্থানীয় একটি পত্রিকাকে জানিয়েছে, গুলি শুরু করার আগে বন্দুকধারী ব্যক্তিটি সবার ধর্মীয় পরিচয় জানতে চেয়েছিল।

হামলার আগে গত বুধবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারী নিজের ইচ্ছার কথা জানিয়েছিল বলেও উল্লেখ করছে কিছু গণমাধ্যম।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এই পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে এবং ঘটনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হবে।