Search
Close this search box.
Search
Close this search box.

mobile-userদেশে মোবাইলফোন গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে। বৃহস্পতিবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির হালনাগাদ তথ্যে এ কথা জানানো হয়েছে। বিটিআরসির তথ্যমতে আগস্ট মাসের শেষে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক ছিল (বিক্রি হওয়া সিম সংখ্যার ভিত্তিতে) ১৩ কোটি ৮ লাখ ৪৩ হাজার।

গত বছর আগস্টে দেশে মোবাইল ফোনের গ্রাহক ছিল ১১ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার। এই হিসেবে এক বছরে গ্রাহক বেড়েছে ১১ শতাংশের বেশি।

chardike-ad

দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা জুলাই থেকে ১১ লাখ বেড়ে আগস্ট শেষে ৫ কোটি ৫০ লাখ হয়েছে।

এই সময়ে বাংলালিংকের গ্রাহক সংখ্যা চার লাখ বেড়ে তিন কোটি ২৮ লাখ, রবি’র চার লাখ বেড়ে দুই কোটি ৮৩ লাখ, এয়ারটেলের চার লাখ বেড়ে ৯৪ লাখ হয়েছে।

তবে দেশের একমাত্র সিডিএমএ অপারেটর সিটিসেলের গ্রাহক ২৭ হাজার কমে ১১ লাখ ৩৪ হাজার এবং রাষ্ট্রায়াত্ত কোম্পানি টেলিটকের গ্রাহক প্রায় দেড় লাখ কমে ৪০ লাখ ৭৯ হাজারে দাঁড়িয়েছে।