গত রবিবার কোরিয়ায় বসবাসরত সিলেট প্রবাসীদের নিয়ে গঠিত হয়েছে সিলেট কমিউনিটি ইন কোরিয়া। সিউলের একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে মোহাম্মদ নিজাম উদ্দিনকে সভাপতি, অশোক দাশকে সাধারণ সম্পাদক এবং সাহেদ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
‘সিলেট কমিউনিটি ইন কোরিয়া’ কোরিয়ায় বসবাসরত সিলেট প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা এবং সেতুবন্ধনের জন্য কাজ করবে। এছাড়া প্রবাসে একে অপরের বিপদে সহযোগিতামূলক কাজ এবং দেশের কল্যাণেও ভূমিকা রাখতে চায় সিলেট কমিউনিটি ইন কোরিয়া।