Search
Close this search box.
Search
Close this search box.

soudi-mapভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কোনো হাজি সৌদি আরবে অবস্থান করলে তাকে ১ লাখ সৌদি রিয়েল জরিমানা গুণতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২০ লাখ ৬৪ হাজার ৬২৭ টাকা। সৌদির অভিবাসন দপ্তর এই জরিমানার ঘোষণা দিয়েছে।

একটি অনলাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ মঙ্গলবার আরব নিউজ এ খবর প্রকাশ করেছে।

chardike-ad

প্রতিবেদনে জানানো হয়েছে, হজযাত্রীদের নিয়ে কাজ করেন এমন সব কোম্পানি ও প্রতিষ্ঠানকে সতর্ক করে সম্প্রতি একটি নির্দেশনা দিয়েছে দেশটির জাতীয় অভিবাসন দপ্তর। দপ্তরের তরফ থেকে সংশ্লিষ্ট সকল রিক্রুটিং প্রতিষ্ঠানসমূহকে হাজিদের স্ব স্ব দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে প্রত্যেককে ১ লাখ সৌদি রিয়েল (বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৬৪ হাজার ৬২৭ টাকা) জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে।

নির্দেশনা আরও বলা হয়েছে, অবৈধ ভাবে সৌদি আরবে অবস্থানকারির অপরাধের মাত্রা বিবেচনায় এনে এ জরিমানা আরও বাড়বে। এ কাজে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার জন্য সৌদি নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।