Search
Close this search box.
Search
Close this search box.
digital-vikkuk
ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত

বয়স হয়তো ৭০ হবে। মাথায় টুপি। পরনে হালকা জলপাই রংয়ের ফতুয়া। ব্যাগ ঝুলোনো কাঁধে। তাতে প্রয়োজনীয় জিনিসপত্র। নাম আজম মিয়া। ঢাকায় ভিক্ষা করেন। তাতে কি! তিনি তো রীতিমতো ডিজিটাল ভিক্ষুক!

ছবিতে দেখা যাচ্ছে, হাতে চায়ের কাপ। কানে মোবাইল ফোন। কথা বলছেন স্বজনদের সঙ্গে। আর ফেসবুকের এই ছবি নিয়ে একজন লিখেছেন, …আ…হা…কী ডিজিটাল বাংলাদেশ!

chardike-ad

খোঁজ নিয়ে জানা গেছে, আজমের বাড়ি শেরপুরে। ভাড়া থাকেন ঢাকার আমিন বাজারে। সেখান থেকে ঢাকায় আসেন। মিরপুরেরে শেওড়াপারায় বসে তিনি ভিক্ষা করেন। বাসে করে প্রতিদিন ঢাকায় আসেন তিনি।