ময়মনসিংহ স্টেশনে রেলে কাটা পড়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রনজিৎ চন্দ্র সরকার মারা গেছেন।
আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের এসআই জাফর জানান, নেত্রকোনার গ্রামের বাড়ি থেকে রণজিৎ চন্দ্র ছুটি কাটিয়ে হাওর এক্সপ্রেসে করে ঢাকায় ফিরছিলেন। ময়মনসিংহ স্টেশনে ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় তিনি নেমে প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। ইঞ্জিন চালু করে ট্রেনটি আবার চলতে শুরু করলে রণজিৎ তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পড়ে যান। এতে তার একটি পা কাটা পড়ে। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রণজিৎ চন্দ্র সরকার প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা। মাত্র এক সপ্তাহ আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে পরিচালক পদে যোগদান করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে।