Search
Close this search box.
Search
Close this search box.

bangladeshঅস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসবে কিনা তা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা না কাটলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে। এতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা দলটিই অপরিবর্তিত রাখা হয়েছে। বাড়তি কেবল যোগ হয়েছেন তাইজুল ইসলাম। ইঞ্জুরি থেকে মুক্তি পাওয়ায় তাকে দলে নেয়া হয়েছে।

বাংলাদেশে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ আগমন বিলম্বিত হচ্ছে।

chardike-ad

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৯-১৩ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচ হওয়ার কথা। দ্বিতীয় টেস্ট ১৭ অক্টোবর মিরপুরে শুরু হওয়ার কথঅ। এর আগে অস্ট্রেলিয়ার ফতুল্লায় বিসিবি একাদশের বিরুদ্ধে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল।

বাংলাদেশ দল : মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুবায়ের হোসেন, লিটন দাস, মাহমুদুল্লাহ, মোহাম্মদ শহিদ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম।

সূত্র : ক্রিকইনফো।