আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫০ জন। রোববার দেশটির দক্ষিণ-পূর্বে পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে এ ঘটনা ঘটে।
আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা প্রথমে জানিয়েছিলেন ফুটবল খেলা চলাকালে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ক্রিকেট ম্যাচ চলাকালেই হামলা চালানো হয়েছে। সম্ভবত খেলার মাঠে উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছিল। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান জানিয়েছে, তারা এ হামলা চালায়নি।
প্রসঙ্গত, এর আগে পাকতিকা প্রদেশেই ভলিবল খেলার সময় আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছিল। এতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছিল।