মক্কার হারাম শরীফে ক্রেন দুর্ঘটনায় এখনও সনাক্ত হয়নি ১০ মৃতদেহ। এদিকে নিহতের ‘ব্লাড মানি’ হিসাবে প্রত্যেক পরিবারকে ১ মিলিয়ন সৌদি রিয়েল ঘোষণা করেছেন দেশটির বর্তমান বাদশাহ।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আল মদিনা ডেইলি নামের একটি সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন ১০৯ জন। এর মধ্য ৯২ জনের মৃতদেহ সনাক্ত হয়েছে। এদের ৮৯ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। ৮ মৃতদেহ ছিন্নভিন্ন অবস্থায় রয়েছে।
আল মদিনার বরাত দিয়ে বৃহস্পতিবার আরব নিউজ জানিয়েছে, ক্রেন দুর্ঘটনায় ১৩ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। এর পরেই আছে পাকিস্তানের ১২ জন। উদ্ধার মরদেহগুলোর মধ্যে ২৪ জন নারী ও ৬৮ জন পুরুষ।
এদিকে সোমবার ক্রেন ধসের স্থান থেকে আরও ২টি মরদেহ উদ্ধার করেছে মক্কার প্রতিরক্ষা দপ্তর। এরা মালয়েশিয়া থেকে এসেছিলেন বলে জানিয়েছেন দপ্তরের এক মুখপাত্র।
এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে।
ওই মুখপাত্র জানান, বেশকিছু মরদেহ সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে; সেগুলো ছিন্নভিন্ন অবস্থায় রয়েছে। তবে ধংসাবশেষের নিচে আরও মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।