ইয়েমেনের রাজধানী সানায় একটি মসজিদে ঈদের নামাজে বড় ধরনের বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মুসলিম ধর্মাবলম্বীদের উৎসব ঈদুল আযহার নামাজের সময় আল-বালিলি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সানার পুলিশ একাডেমির কাছেই বালিলি মসজিদটির অবস্থান। বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
দেশটির প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদি সৌদি আরব থেকে স্বেচ্ছানির্বাসন কাটিয়ে দক্ষিণাঞ্চলী শহর এডেন ফিরে আসার ২ দিনের মাথায় এই ঘটনা ঘটল।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সানায় বড় ধরনের বেশকিছু বোমা হামলার ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে অনেক হামলায় দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।