Search
Close this search box.
Search
Close this search box.

stempedeসৌদি আরবের মিনায় পাথর মারার সময় পদদলিত হয়ে অন্তত ৩১০ হাজি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৫০ জন। সৌদি আরবের প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।

মক্কার হারাম শরীফে ক্রেন দুঘর্টনায় ১১৭ জনের মৃত্যুর ১২ দিনের মাথায় পবিত্র ঈদুল আযহার দিনই এমন ঘটনা ঘটল।

chardike-ad

হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না- তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। তিনি জানান, খবর জানতে কর্মকর্তা পাঠানো হয়েছে।

সৌদি কর্মকর্তারা আশঙ্কা করছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তারা বলছেন, ভিড়ের চাপ এবং হুড়োহুড়ির কারণে অনেক হাজি পদদলিত হয়ে মারা গেছেন। আহত হয়েছেন আরও ৪৫০ জন।

মিনায় উদ্ধার কাজ চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিকট অতীতে হজ মৌসুমে সবচেয়ে হতাহতের ঘটনা ঘটে ১৯৯০ সালের ২ জুলাই। ওই ঘটনায় একটি সুড়ঙ্গে পদদলিত হয়ে ১ হাজার ৪২৬ জনের মৃত্যু হয়। এছাড়া ২০০৬ সালে মিনায় ‘শয়তানকে’ পাথর মারতে গিয়ে একই রকমের ঘটনায় ৩৬৪ হাজি প্রাণ হারায়।