bangladeshভারতের কর্নাটক দলের বিরুদ্ধে তিন দিনের ম্যাচে ৫৯ রানে এগিয়ে রয়েছে মুমিনুলের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল। মহিশুরে অনুষ্ঠানরত ম্যাচটিতে আজ বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে করেছে ৩ উইকেটে ১৮৮ রান। লিটন দাস ৩৭ এবং সৌম্য সরকার ২৪ রানে ক্রিজে রয়েছেন। আমানুল হক ৮৯ রান করে দলকে সম্মানজনক অবস্থায় এনে দেন। রনি তালুকদার ১৫, মুমিনুল হক ২২ রান করেন।

এর আগে কর্নাটক ২৮৭ রানে অল আউট হয়ে যায়। আজ কর্নাটক শুরু করেছিল ৬ উইকেটে ১৬৩ রান নিয়ে। শিশির ভাবানে (৮৮) ও জগদীশা সুচিথ (৪২) দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে গেছেন। চা বিরতি পর্যন্ত কর্নাটকের স্কোর ৮ উইকেটে ২৩৪ রান। এর মধ্যে তারা ৭৬ রানে এগিয়ে গেছে। ভাবানে আর সুচিথকে ফিরিয়ে দিয়েছেন হোম ও জুবায়ের।

chardike-ad

এই ইনিংসে শুভাগত হোম এবং সাকলায়েন সজীব ৪টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন আল আমিন আর জুবায়ের।