আজ বুধবার; পালিত হবে পবিত্র হজ। ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুল্ক, লা শারিকা লাকা’ ধ্বনিতে মুখরিত হবে সৌদি আববের পবিত্র আরাফাতের ময়দান।
মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে পাপমুক্তির আকুল বাসনায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আজ মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা। কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করবেন। আরাফাতের মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেবেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ।
পবিত্র হজ পালন করতে গত সোমবার লাখো ধর্মপ্রাণ মুসলমান মিনায় পৌঁছান। গতকাল মঙ্গলবার তারা মিনায় অবস্থান করেন। নিজ নিজ তাঁবুতেই নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেন তারা। মিনা থেকে আজ আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। মূলত ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ।
আজ আরাফাতের ময়দানে খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। রাতে সেখানে অবস্থান করবেন খোলা মাঠে। সেখান থেকে শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন হাজিরা।
বাংলাদেশসহ ১৫০টির বেশি দেশ থেকে এবার প্রায় ৩০ লাখ মানুষ হজ পালন করছেন। বাংলাদেশ থেকে ১ লাখের বেশি মানুষ এবারের হজের জন্য সৌদি আরবে গেছেন।
সৌদি পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সোলায়মান বিন আবদুল আজিজ ইয়াহা বলেন, গত সোমবার পর্যন্ত ১৩ লাখ ৭৪ হাজার ২০৬ জন হজযাত্রী বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছান। সৌদি আরব ও এর আশপাশের স্থানীয় হজযাত্রীদের হিসাব এখনও পাওয়া যায়নি।
এবার হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর বিভিন্ন দুর্ঘটনায় যারা আহত হয়েছেন বা অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদেরকে আজ আরাফাতের ময়দানে নেওয়া হবে বলে জানিয়েছে হজ মন্ত্রণালয়।