Search
Close this search box.
Search
Close this search box.

hathurusinghaবাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হনেতৃত্বে জাতীয় দল ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে সেটা অনিস্বীকার্য। আবার তিনি যে দলের খেলোয়াড়দের প্রতি নিবেদিত প্রাণ সেটিও সবার জানা। কিন্তু বাংলাদেশে দলের এ কোচ কয়েকদিন আগেই লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পর আবার নতুন করে দশ দিনের ছুটি নিলেন। আর এ নিয়ে ব্যাপক কানাঘুষা চলছে বিসিবির কিছু কর্মকর্তাদের মাঝে।

জাতীয় লীগ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ সিরিজের আগে হাতুরুসিংহের হঠাৎ করে ছুটিতে যাওয়াটা বিসিবির কর্মকর্তাদের মধ্যে অনেকে ভিন্নভাবে দেখছেন। তারা বলছেন ঘরোয়া ক্রিকেট চলাকালীন কোচ খেলা পরখ করলে বুঝতে পারতেন খেলোয়াড়রা কতটুকু উন্নতি-অবনতি করছেন।

chardike-ad

হাতুরুসিংস নিজেই চেয়েছিলেন অজিরা আসার আগে জাতীয় লিগের কয়েকটি ম্যাচ খেলতে। কোচ নিজেই বলেছিলেন, সবাইকে মাঠে দেখতে চান।

তবে এ বিষয়ে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী কোচকে ছুটি দেয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন, ‘দলের বেশির ভাগ খেলোয়াড় ভারতে থাকায় কোচকে ছুটি দেয়া হয়েছে।’