বিশ্বের ৭১টি ব্যয়বহুল শহরের মধ্যে সিউল এগারতম। সুইস ফাইনান্সিয়াল সার্ভিস এর একটি সার্ভে শেষে প্রকাশিত তালিকায় জুরিখকে সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় প্রথমে রাখা হয়েছে। এশিয়ার সুবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় প্রথমেই আছে টোকিও। তারপরেই অবস্থান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের।
কোরিয়াতে ডিজিটাল প্রোডাক্টের দাম অন্যান্য যেকোন দেশের তুলনায় বেশি। এই তালিকায় রয়েছে আইফোন, এলইডি টিভি, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। অন্যদিকে সিউলের পাবলিক ট্রান্সপোর্টের দাম তুলনামূলক কম। বাস এবং সাবওয়ের ভাড়া ব্যয়বহুল শহরগুলোর মধ্যে ৪৫তম এবং ট্যাক্সিভাড়ার তালিকায় ১৫ তম।
ব্যয়বহুল শহরের তালিকায় থাকা শীর্ষ দশ শহর হল জুরিখ, জেনেভা, নিউইয়র্ক, অসলো, কোপেনহেগেন, লন্ডন, শিকাগো, টোকিও, অকল্যান্ড এবং সিডনি।