Search
Close this search box.
Search
Close this search box.

live-showভারতের টিভি লাইভ শো ‘আজ কা মুদ্দা’র এক অনুষ্ঠানে হিন্দু মহাসভার স্বঘোষিত ধর্মগুরু ওম জিকে চড় মারলেন মহিলা জ্যোতিষী রাখি বাই। গড ওম্যান রাধে মাকে নিয়ে ‘আইবিএন সেভেন’ নিউজ টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, টিভি শোতে ধর্মগুরু ওম জি ও জ্যোতিষী রাখি বাই আলোচনা করার সময় হঠাৎই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা। এর এক পর্যায়ে সবাইকে চমকে দিয়ে রাখি বাই চড় দেন ওম জিকে। এরপর তারা হাতাহাতি শুরু করে দেন।

chardike-ad

অনুষ্ঠানের ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। হাসির খোরাক হয়েছেন দুজনেই।