দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে মারাত্মক উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে এবং একইসঙ্গে হুঁশিয়ার করে বলেছে, এটি হবে জাতিসংঘ প্রস্তাবের লংঘন।
আগামী মাসে উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণ করতে পারে দেশটির এমন আভাসের একদিন পর মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম মিন সিউক বলেন, উত্তর কোরিয়ার যে কোন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মারাত্মক উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
সূত্র: বাসস