Search
Close this search box.
Search
Close this search box.

kabaকাবা শরীফের জন্য নতুন গেলাফ তৈরির কাজ শেষ হয়েছে। মক্কায় অবস্থিত কাবার গেলাফ তৈরির জন্য বিশেষভাবে প্রস্তত একটি ফ্যাক্টরিতে এই গেলাফ তৈরি করা হয়।

ফ্যাক্টরিটির ম্যানেজার মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেন, নতুন গেলাফটি তৈরি করতে ১২০ কেজি সোনা, ৭শত কেজি রেশম, ২৫ কেজি রুপা লেগেছে। নতুন গেলাফটির দৈঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ৪৪মিটার। গেলাফটির সেলাই কাজে অংশ নিয়েছে দেড় শতাধিক দর্জি। আগামী ৯ জিলহজ (২২ সেপ্টেম্বর) কাবা শরীফে এই নতুন গেলাফ লাগানো হবে।

chardike-ad

প্রতি বছর হজের আগে (৯ জিলহজ) কাবা শরীফের গেলাফ পরিবর্তন করা হয়। তখন পুরাতন গেলাফটি খুলে রাখা হয় এবং তা কেটে টুকরো টুকরো করে মুসলিম রাষ্ট্র প্রধানদের উপহার দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছর কাবা শরীফের গেলাফ তৈরিতে ১৭ মিলিয়ন সৌদি রিয়াল খরচ হয়েছিল।