ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) লাস ভেগাস বিমানবন্দরে এয়ারওয়েজটির ফ্লাইট-২২৭৬ এ দুর্ঘটনার শিকার হয়। বোয়িং-৭৭৭ সিরিজের প্লেনটিতে ১৫৯ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন।
লাস ভেগাসে রাজ্য অগ্নিনির্বাপক অধিদফতরের উপপ্রধান জন ক্লাসেন বলেছেন, প্লেন থেকে বের হওয়ার সময় হুড়োহুড়িতে আহত হয়েছেন ওই যাত্রীরা। তাদের আঘাত খুব একটা গুরুতর নয়।
আহত এক যাত্রী জেয় জেনিংস বলেছেন, ওই সময়টা ছিল এক ভীতিকর সময়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি লাস ভেগাস থেকে লন্ডন যাওয়ার কথা ছিল। এ উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু ঠিক আগ মুহূর্তে এর ইঞ্জিনে আগুন ধরে যায়।
জেয় জেনিংস বলেন, প্লেনটা উড্ডয়নের আগ মুহূর্তে আমি ‘ধপ’ করে একটা শব্দ শুনি। জানালা খুলে দেখি ইঞ্জিনে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় প্লেন। এর একটু পরই ইন্টারকমে ক্যাপ্টেন জরুরি অবস্থার কথা বলে সবাইকে বাইরে বের হয়ে যেতে অনুরোধ করেন।
তিনি বলেন, প্লেনের ইমার্জেন্সি দরজা খোলার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ভরে যায় চারপাশ। এ সময় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়।