পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এত দিন বেশ গুঞ্জন চলছিল নানা মহলে। এ বার সেই জল্পনাকেই স্বীকার করে নিলেন মডেল-অভিনেত্রী আরশি খান। মঙ্গলবার টুইটারে তিনি জানিয়েছেন, আফ্রিদির সঙ্গে তাঁর যৌন সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি ওই পাক ক্রিকেটার।
সম্প্রতি শোনা গিয়েছিল দুবাইতে গোপনে ছুটি কাটাতে গিয়েছেন শাহিদ-আরশি। প্রথমে সে কথা স্বীকার করেননি তিনি। তবে এ দিন আরশি টুইট করেন, ‘‘আফ্রিদির সঙ্গে আমার যৌন সম্পর্ক হয়েছে। কার শয্যাসঙ্গী হব, সে ব্যাপারে ভারতীয় মিডিয়ার অনুমতি নিতে হবে নাকি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে সম্পর্কটা ছিল ভালবাসার।’’
এত দিন আফ্রিদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যাবতীয় জল্পনা অস্বীকার করেছিলেন আরশি। তিনি জানিয়েছিলেন, ‘‘আফ্রিদির সঙ্গে ডেট করছি না। আমরা শুধু ভাল বন্ধু। সামাজিক অনুষ্ঠানে দেখা হয় আমাদের। ব্যস এটুকুই!’’ তা হলে এখন সে সম্পর্ক কেন স্বীকার করলেন তিনি? তার কোনও উত্তর পাওয়া যায়নি।
আনন্দবাজার পত্রিকা