পাকিস্তানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে অবশেষে ক্ষমা চাইলেন বলিউডের নবাব সাইফ আলী খান। পাকিস্তানের উপর বিশ্বাস নেই এমন বিতর্কিত মন্তব্য করে পাকিস্তানি তারকা এবং সাধারন মানুষের কাছে ব্যাপক সমালোচিত হয়েছেন কারিনা পতি।
জানা যায়, সম্প্রতি মুক্তি প্রাপ্ত সাইফ ক্যাটরিনার ছবি ‘ফ্যান্টম’ নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। যার ফলে হতাশা থেকে বিতর্কিত মন্তব্যটি করে বসেন তিনি। অবশেষে ক্ষমা চাইলেন তিনি।
তার ক্ষমা চেয়ে পাঠানো বার্তাটিতে তিনি বলেন, ‘কোনো দেশের উপর বিশ্বাস আছে কি নেই এ ধরনের কথা বলা আমার মোটেই উচিত হয়নি। আমার অনেক পাকিস্তানি বন্ধু সহকর্মী রয়েছেন যারা আমার এমন মন্তব্যে মর্মাহত হয়েছেন। আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।’
এছাড়াও সাইফ পাকিস্তান সেন্সরবোর্ডের যাচাই বাছাই ছাড়াই ফ্যান্টম নিষিদ্ধের সিদ্ধান্তে হতাশার কথা জানান।