১৯৫০-১৯৫৩ সালের ভয়াবহ কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর ও দক্ষিণ কোরিয়ার পরিবারগুলোর পুনর্মিলন আগামী অক্টোবর মাসে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ বিষয়ক মন্ত্রণালয় একথা জানায়।
আগামী ২০ থেকে ২৬ অক্টোবরের মধ্যে উত্তর কোরিয়ার মাউন্ট কুমগাং অবকাশ কেন্দ্রে এ পুনর্মিলন অনুষ্ঠিত হবে। বিগত পাঁচ বছরের মধ্যে এটি হবে মাত্র দ্বিতীয় পুনর্মিলন। দশকের পর দশক ধরে বিভক্ত হওয়া পরিবারের কেউ কারো দেখা না পাওয়ায় এটি পরিবারের সদস্যদের মধ্যে এক আবেগপূর্ণ পুর্নমিলনও বটে।
একটি প্রতিবেদনে বলা হয়, প্রায় ৬৬,০০০ দক্ষিণ কোরিয়ান আত্মীয় পরিজনদের দেখার জন্য অপেক্ষায় রয়েছে। তাদের মধ্যে অনেকেই আশি এবং নব্বইয়ের দশকের।