বর্তমানে দেশে মিডিয়াভুক্ত দৈনিক পত্রিকার সংখ্যা ৫২৮টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ২৪৫টি এবং মফস্বল থেকে ২৮৩টি।
রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ৭ম অধিবেশনে সরকার দলীয় সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী আরো জানান, প্রচারসংখ্যা ৫ লাখ ৫৩ হাজার ৩শ নিয়ে টানা তৃতীয়বারের মতো এবারও শীর্ষে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ৫ লাখ ১ হাজার ৮শ প্রচারসংখ্যা নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে দৈনিক প্রথম আলো। ২ লাখ ৫০ হাজার ৮২০ প্রচারসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দৈনিক কালের কণ্ঠ।
সংসদে দেওয়া মন্ত্রীর তালিকা অনুযায়ী, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মধ্যে ৪র্থ স্থানে রয়েছে জনকণ্ঠ (প্রচারসংখ্যা ২ লাখ ২৩ হাজার ১০), ৫ম স্থানে রয়েছে দৈনিক আমাদের সময় (২ লাখ ২২ হাজার ৭০০), ৬ষ্ঠ স্থানে দৈনিক যুগান্তর (২ লাখ ২১ হাজার ৬৫০), ৭ম স্থানে দৈনিক ইত্তেফাক (১ লাখ ৯৪ হাজার ৬০০), ৮ম স্থানে রয়েছে দৈনিক সমকাল (১ লাখ ৬৪ হাজার ৩৫০), ৯ম স্থানে রয়েছে ভোরের কাগজ (১ লাখ ৬১ হাজার ১৫০), ১০ম স্থানে রয়েছে মানবকণ্ঠ (১ লাখ ৬১ হাজার।
এরপর প্রচারসংখ্যার ভিত্তিতে ধারাবাহিকভাবে রয়েছে আলোকিত বাংলাদেশ, ভোরের পাতা, সকালের খবর, ইনকিলাব, মানবজমিন, নয়াদিগন্ত, সংবাদ, আমার সংবাদ, যায়যায়দিন, ভোরের ডাক, আমাদের অর্থনীতি, গণকণ্ঠ, আজকালের খবর, বণিক বার্তা প্রভৃতি।
ইংরেজি পত্রিকার মধ্যে প্রথম এবং প্রচারসংখ্যার ভিত্তিতে ২৬তম স্থানে রয়েছে দি ডেইলি স্টার (৪১ হাজার ৪৫০), দ্বিতীয় স্থানে রয়েছে দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (৩৫ হাজার ৫০), তৃতীয় স্থানে রয়েছে দি নিউ এজ (৩৩ হাজার), ৪র্থ স্থানে রয়েছে ডেইলি সান (৩২ হাজার ৮০০), ৫ম স্থানে রয়েছে, দি ডেইলি অবজারভার (৩২ হাজার ৮০০) এবং ৬ষ্ঠ স্থানে রয়েছে দি ইনডিপেন্ডেন্ট (২৮ হাজার ৭০০)।
এছাড়া ৭ম স্থানে ঢাকা ট্রিউবিউন, ৮ম দি নিউজ টুডে, ৯ম স্থানে দি নিউ ন্যাশন এবং ১০ম স্থানে দি বাংলাদেশ টুডে।
এসব পত্রিকা ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করছে বলেও তথ্যমন্ত্রী সংসদকে জানান।