ট্রেন ও প্লাটফর্মের মাঝের ফাঁকা স্থানে দুর্ঘটনাবশত পা ঢুকে যায় এক যাত্রীর। আর তা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় ওই যাত্রীসহ সংশ্লিষ্টদের। কিভাবে তাকে বিপদ থেকে উদ্ধার কার যায় এজন্য নেমে পড়েন সবাই।

উপায় না পেয়ে পা ‘উদ্ধারে’ সবাই জড়ো হয়ে ধাক্কা দিয়ে ট্রেনটিকে একপাশ কাত করে পা বের করে নিয়ে আসতে সক্ষম হন।

chardike-ad

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার পার্থে।

ভিডিও