hajjচলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ১৬ বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে তিনজন নারী। অধিকাংশই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।

মৃত ব্যাক্তিরা হলেন- বাহারুল হোসেন (৬৯), রমনা, ঢাকা, হজ আইডি নম্বর- ০৯১১২২৯, পাসপোর্ট নম্বর এ ই-২৮৬৮২৬৪; মো. সোহেল আহমেদ (৩২), কুমিল্লা, আইডি- ০৬৮৮০২৯, পাসপোর্ট- ১৪৬৩৯১৫; হামিদ হাওলাদার (৬৬), মাদবরের চর, শিবচর, মাদারীপুর, আইডি- ০৯২৪২৬৬, পাসপোর্ট- বি ই ০৩৪৭৯৬০; মো. আব্দুল আসিন (৬৯), করিমগঞ্জ, কিশোরগঞ্জ, আইডি- ১০৭০১৩০, পাসপোর্ট- বি ই ০৪১৬৯৮৬; মনিকা মুশতারি আরজু (৬৫), বগুড়া, আইডি- ০৫০১১৫৭, পাসপোর্ট- ০২২১৪৯৭; আব্দুর রহমান মিয়া (৬৫), নরসিংদী; লায়লা বেগম (৭২) চন্দনাইশ, চট্টগ্রাম, আইডি- ০৭২৫১৮৬, পাসপোর্ট- এডি ৩৯৭১১৯৩; মোসা. মারুফা শাহজাহান শায়লা (৩৭), গাইবান্ধা, আইডি- ৯৯৬৩২৭৮, পাসপোর্ট- বি ই ০৬৫৭২৭১; মো. আফজাল হোসেন (৭৯), নওগাঁ, পাসপোর্ট- বি ই ০৭৫০৫৪২; মো. বদিউল আলম (৬২), ভাটারা, ঢাকা, আইডি- ৯৯৬০৩৯৫, পাসপোর্ট- বিবি ০৮৮৩৩০৩; মো. আতিয়ার রহমান (৭৭), যশোর, পাসপোর্ট- বিএ ০৯৮৬৩৭৮; মো. গাজী রহমান (৭৭), মেঘনা, কুমিল্লা, পাসপোর্ট- বি ই ০৩১৮৯৯৭; মো. কাজিম উদ্দিন (৫৯), শেরপুর, পাসপোর্ট- বি ই ০৪৩২৯২৫; মো. আমবার আলি (৫২), দিনাজপুর, পাসপোর্ট- ০২৪৬১৫৯; মীর লিয়াকত আলী (৬১),শাহজাহানপুর, ঢাকা, পাসপোর্ট- বি এফ ০২৫৮৫২০; সফিকুল ইসলাম (৬৫), মুরাদনগর, কুমিল্লা, পাসপোর্ট- বি ই ০৬৫৫০৯৪ ।

chardike-ad

উল্লেখ্য, পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানগণ এখন সৌদি আরবে অবস্থান করেছেন। অনেকে এখনো আসছেন। এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।