Search
Close this search box.
Search
Close this search box.

singভারতীয় সেনাবাহিনীকে ছোটখাটো যুদ্ধের জন্য তৈরি থাকার জন্য নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান দলবীর সিং। ১৯৬৫-র পাকিস্তান-ভারত যুদ্ধ নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে একটি সেমিনারে বক্তব্য রাখার সময় এ কথা বলেন।

তিনি বলেন, ‘এখনকার যুদ্ধের প্রকৃতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। কোনো রকম হুঁশিয়ারি ছাড়াই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। তাই যুদ্ধের পরিস্থিতির জন্য সব সময় তৈরি থাকাই এখন ভারতীয় সেনার অন্যতম কৌশল।’

chardike-ad

দলবীরের কথায়, ‘আগের থেকে চ্যালেঞ্জ অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। সীমান্তজুড়ে তাই সেনাবাহিনীর কার্যকলাপও অনেকটাই বেশি। কারণ ঘনঘন যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে। জঙ্গি অনুপ্রবেশের নিত্য নতুন পন্থা চেষ্টা করা হচ্ছে। বিশেষত জম্মু-কাশ্মীর এবং ভারতের আরো নানা প্রান্তে নাশকতা চালাতেই এটা করা হচ্ছে।’