জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত মি. লি ইউন ইয়াং। সোমবার এরশাদের বারিধারার বাসভবনে এক বিদায়ী সাক্ষাৎকারে মিলিত হন তিনি।
সাক্ষাৎকালে বিদায়ী রাষ্ট্রদূত মি. লি ইউন ইয়াং এরশাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাকে সর্বোতভাবে সহযোগিতা করার কথা তিনি স্মরণ রাখবেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরো বেগবান হবে বলে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সক্ষাতের সময় ভ্রাতৃপ্রতীম বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এই সময় জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত সচিব মেজর খালেদ আখতার (অব.) উপস্থিত ছিলেন।