Search
Close this search box.
Search
Close this search box.

bangladesh-india-u-19সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে ভারতের কাছে ৪-৩ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ। ফাইনালে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

নেপালের কাঠমান্ডুর ললিতপুরে আনফা কমপ্লেক্সের কৃত্রিম টার্ফে খেলার শুরু থেকেই পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে খেলা এগুতে থাকে। ম্যাচের ১২ মিনিটের মাথায় বাংলাদেশের ডি-বক্সে আক্রমণ চালায় ভারত। তবে, লাল-সবুজদের শক্ত ডিফেন্স চিড়ে কোনো সুবিধা আদায় করে নিতে পারেনি তারা।

chardike-ad

খেলার ১৬ মিনিটে মানাফ রাব্বী- মোহাম্মদ ইব্রাহিম গোলের সুযোগ পেয়েও ভারতের ডি-বক্সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তবে, ১৯ মিনিটের মাথায় রাব্বীর দারুণ চমক দেখতে পান উপস্থিত দর্শকরা। চারজনকে একাই কাটিয়ে প্রায় মধ্যমাঠ থেকে বল নিয়ে যান ভারতের সীমানায়। তবে, বাঁ পায়ের দুর্বল শটটিতে কোনো লিড নিতে পারেননি রাব্বী।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুইদল। তবে কোন দল নির্ধারিত সময়ে গোল করতে না পারলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বাংলাদেশকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।