বান্দরবানের থানচি উপজেলার মোদক এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে মায়ানমারের একটি ‘বিচ্ছিন্নতাবাদী’ দলের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় জাকির নামের বিজিবির এক নায়েক আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্য জাকিরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারে করে অতিরিক্ত বিজিবি ও সেনা সদস্য পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, “আজ সকালে টহলরত বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় মায়ানমারের ওই বিচ্ছিন্নতাবাদী দল। জবাবে পাল্টা আক্রমণও করে বিজিবি। এতে বিজিবির নায়েক জাকির আহত হন।
থানচির রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা বলেন, বড় মোদক বিজিবি ক্যাম্পের কাছে সীমান্তে গোলাগুলির ওই ঘটনা ঘটে। মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী ওই দলটির নাম ‘আরাকান আর্মি’।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার বিজিবি সদস্যরা আরাকান আর্মির মালামাল বহনের কাজে ব্যবহৃত ১৩টি ঘোড়া আটক করে। এর জের ধরেই বুধবার সকালের এই গোলাগুলির ঘটনা ঘটে।